‘বর্তমান সময় গণমাধ্যম নিয়ন্ত্রণ করা যায় না’

প্রকাশ | ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৫৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ডিজিটাল যুগে গণমাধ্যম নিয়ন্ত্রণ করা অসম্ভব বলে মন্তব্য করেছেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, এই সময়ে গণমাধ্যম নিয়ন্ত্রণ করা যায় না। তাদের সঙ্গে সুস্পর্ক বজার রেখে কাজ করতে হবে।

বৃহস্পতিবার তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়ে এই মন্তব্য করেন প্রধান তথ্য কর্মকর্তা। সচিবালয়ে পেশাগত দায়িত্ব পালনে জন্য এক্রিডিটেশন কার্ড ও সংসদ ভবনের পাশ পেতে ভোগান্তির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহাঙ্গীর হোসেন বলেন, ‘যারা এসব কার্ড পাওয়ার যোগ্য তারা ঠিকমত কার্ড পাচ্ছেন না। কিন্তু এমন এমন প্রতিষ্ঠান আছে গণমাধ্যমের সঙ্গে বিন্দুমাত্র সম্পর্ক নেই নানা কায়দায় তারা কার্ড নিয়ে নিচ্ছে। এ জায়গাগুলোতে আরো বেশি টাইট দিতে হবে।’

সভায় এক্রিডিটেশন কার্ড পাওয়ার প্রক্রিয়া আরো সহজতর করতে খুব দ্রুত অনলাইনে ফরম পূরনের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন প্রধান তথ্য কর্মকর্তা।

এ বিষয়ে অতিরিক্ত প্রধান তথ্য অফিসার ইসতাক হোসেন বলেন, ‘এখন সময় এসেছে সাধারণ কার্ডের পরিবর্তে স্মার্ট কার্ড ইস্যু করা। আশা করি খুব দ্রুত আমরা স্মার্ট এক্রিডিটেশন কার্ডের বিষয়ে ভালো খবর দিতে পারবো।’

তথ্য অধিদপ্তর থেকে যেসব তথ্য দেয়া হয় সেগুলো প্রায়ই পুরনো- এমন এক প্রশ্নের উত্তরে ইসতাক হোসেন বলেন, ‘পিআইডি সেসব ওয়েবসাইড থেকে তথ্য সংগ্রহ করে সেগুলো ঠিকমত আপডেট হয় না। তবে খুব শিগগির ই-ফাইলিং সিস্টেম চালু হচ্ছে। তথন আর এ সমস্যা থাকবে না।’

 (ঢাকাটাইমস/০৯ফেব্রুয়ারি/এমএম)