ফরিদপুরে পদ্মায় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিখোঁজ

প্রকাশ | ১০ ফেব্রুয়ারি ২০১৭, ২২:৩৭ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৭, ২২:৫৭

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
মো. মিজানুর রহমান মিন্টু

ফরিদপুরে পদ্মার চরে বেড়াতে এসে নদীতে নেমে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। আরেকজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

শুক্রবার সন্ধ্যার আগে জেলার চরভদ্রাসন উপজেলার চরঝাউকান্দা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিখোঁজ ছাত্ররা হলেন- মো. মিজানুর রহমান মিন্টু ও শাওন সরকার। তারা দুই জনই বেসরকারি  এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্সের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

চরভদ্রাসন থানার ওসি রাম প্রসাদ ভক্ত ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ‘ওই দুই ছাত্রসহ ৩৪ জন ঢাকা-দোহারের মৈনটঘাটে বেড়াতে এসে ট্রলারযোগে ফরিদপুরের চর ভদ্রাসনের পদ্মার চরে গিয়ে ফুটবল খেলছিলেন। বিকাল ৫টার দিকে ফুটবলটি নদীতে পড়লে চারজন বল আনতে পানিতে নেমে নিখোঁজ হন। এ সময় দুই জন তীরে উঠতে সক্ষম হলেও ওই দুইজন নিখোঁজ হন।’

তিনি বলেন, ‘সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌ-পুলিশ, চরভদ্রাসন থানাপুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উদ্ধার তৎপরতা শুরু করে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ দুইজনকে উদ্ধার করা সম্ভব হয়নি।’

চরভদ্রাসন উপজেলার চরঝাউকান্দি ইউনিয়নের সদস্য আব্দুর রাজ্জাক বলেন, পুলিশের সঙ্গে স্থানীয় এলাকাবাসী মিলে উদ্ধার কাজ চালাচ্ছে।

(ঢাকাটাইমস/১০ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেডএ)