এসএসসি পরীক্ষা খারাপ হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ | ১৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:১৩

টাঙ্গাইল প্রতিনিধি, ঢাকাটাইমস

টাঙ্গাইলের দেলদুয়ারে গণিত পরীক্ষা খারাপ হওয়ায় এসএসসি পরীক্ষার্থী মুক্তা নাগ তপতী নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

সোমবার সকালে পারিবারিক ঠাকুর ঘরে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে।

মুক্তা লাউহাটী ইউনিয়নের বর্ণী গ্রামের নারায়ন নাগের মেয়ে। সে ড. আলীম আল রাজী উচ্চ বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষা দিচ্ছিল।

মুক্তার ভাই চঞ্চল নাগ জানায়, রবিবার অংক পরীক্ষা দিয়ে বাড়িতে এসে সে মন ভার করে থাকে। জিজ্ঞেস করলে পরীক্ষা খারাপ হয়েছে বলে জানায় সে। সোমবার সকালে তার ধর্ম বিষয়ে পরীক্ষা ছিল। পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার আগে সে প্রতিদিনের মতো ঠাকুর ঘরে প্রণাম করতে যায়। তখন ঘরের ওই ঠাকুর ঘরের আড়ার সঙ্গে সে গলায় ওড়না পেঁচিয়ে ঝুঁলে আত্মহত্যা করে।

এ প্রসঙ্গে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে দুপুরে থানায় নিয়ে আসে। নিহতের সুরত হাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেবি)