রেলওয়েতে ১৩ হাজার ৬১১টি পদ শূন্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০১৭, ২০:০৪

বাংলাদেশ রেলওয়েতে অনুমোদিত জনবল হচ্ছে ৪০ হাজার ২৬৪ জন, এর বিপরীতে ১৩ হাজার ৬১১টি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক।

সোমবার সংসদে সরকারি দলের সদস্য মিসেস আমিনা আহমেদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। বর্তমানে রেলওয়েতে ২৬ হাজার ৬৫৩ জন কর্মরত আছেন বলে জানান মন্ত্রী।

রেলমন্ত্রী বলেন, বাংলাদেশ রেলওয়ের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন শূন্য পদে জনবলের নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্নকরণের কাজ অব্যাহত রয়েছে।

মুজিবুল হক বলেন, ২০১০ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশ রেলওয়ের ৩য় ও ৪র্থ শ্রেণির ১৫ হাজার ৩৯৯টি শূন্য পদ পূরণের জন্য ছাড়পত্র পাওয়া গেছে। এর মধ্যে নয় হাজার ৮৪৫টি পদে নিয়োগ সম্পন্ন হয়েছে। দুই হাজার ৫৯টি পদে নিয়োগ চলমান রয়েছে।

(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

চাকরি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :