যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ

প্রকাশ | ১৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৩৪

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

অস্বাভাবিকভাবে গ্যাসের চাপ কমে যওয়ায় জামালপুরের যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার রাত নয়টার দিকে উৎপাদন বন্ধ করে দেয়া হয়। দৈনিক এক হাজার সাড়ে ৭শ’ মেট্রিক টন সার উৎপাদন হতো এই কারখানাটিতে।

কারখানার ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মাহবুবা সুলতানা ঢাকাটাইমসকে জানান, গত ১৫ দিন যাবৎ গ্যাসের চাপ কম থাকায় ইউরিয়া উৎপাদন ব্যহত হয়ে আসছে। সোমবার রাত ৯টার পর থেকে হঠাৎ গ্যাসের চাপ অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় কারখানার প্রকৌশলীরা উৎপাদন বন্ধ করে দেন।

তবে গ্যাসের চাপ স্বাভাবিক হলে ফের উৎপাদন শুরু হবে বলে জানান তিনি। কবে নাগাদ গ্যাস চাপ স্বাভাবিক হবে তা নিশ্চিত বলতে পারননি ওই কর্মকর্তা।

(ঢাকাটাইমস/১৪ফেব্রুয়ারি/প্রতিনিধি/ইএস)