চুয়াডাঙ্গায় দুই হুজি সদস্য তিন দিনের রিমান্ডে

প্রকাশ | ১৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৫৭

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস

চুয়াডাঙ্গায় র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়া হরকাতুল জিহাদের (হুজি) দুই সদস্যকে তিনদিনের রিমান্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে এ রিমান্ড মঞ্জুর করেন দামুড়হুদা আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল হালিম। এর আগে হুজির দুই সদস্যকে হাজির করে ১৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালতের বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৮ জানুয়ারি সকালে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা থেকে আব্দুলল্লাহ আল মামুন ও রকিবুল ইসলাম নামের দুই হুজি সদস্যকে আটক করে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে জঙ্গিবাদী বই ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয় বলে জানায় র‌্যাব।

(ঢাকাটাইমস/১৪ফেব্রুয়ারি/প্রতিনিধি/ইএস)