মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

প্রকাশ | ১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১১:৪০

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস

টাঙ্গাইলের মির্জাপুরে সামনের ট্রাককে পেছন থেকে একটি মিনি ট্রাক ধাক্কা দিলে মিনি ট্রাকের চালক ঘটনাস্থলেই নিহত হন। 

বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাসের পোস্টকামুরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশে যানজট সৃষ্টি হয়।

নিহত ট্রাকচালকের নাম মো. আরিফ হোসেন। বাড়ি নাটোর জেলার লালপুর থানায় বলে জানা গেছে।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী মিনি ট্রাক (ঢাকা মেট্রো ন ১১-৭৭৯৮) মহাসড়কের ওইস্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অপর একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে পেছনের মিনি ট্রাকের সামনের অংশ ধুমড়ে-মুচড়ে যায়। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত ওই ট্রাকের চালক মারা যান। পরে মির্জাপুর থানা ও হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দুর্ঘটনা কবলিত দুটি ট্রাক মহাসড়ক থেকে সরিয়ে নিলে সকাল পৌনে সাতটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। এ দুর্ঘটনায় অন্য কেউ হতাহত হননি।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খলিলুর রহমান পাটোয়ারী বলেন, শেষ রাতের ঘুমের ঘোরে গাড়ি চালাতে গিয়ে সামনের ট্রাকের পেছনের ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

(ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)