সাধারণ সম্পাদক হওয়ায় ‘পদ্মাপাড়ের জীবন’ শেষ করতে পারিনি

প্রকাশ | ১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:০১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী  এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাজনৈতিক ব্যস্ততার কারণে এখন আর বইমেলায় আসা হয় না। এমনকি সাধারণ সম্পাদক হওয়ায় এবার শেষ করতে পারেননি তার ‘পদ্মাপাড়ের জীবন’ নামে শুরু করা বইটি।

বুধবার সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপের `বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দর্শন, ডিজিটাল বাংলাদেশ এণ্ড স্যোসাল চেঞ্জেস’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

মোড়ক উন্মোচনের সময় ছাত্রলীগের নেতাকর্মীরা স্লোগান দিতে গেলে ওবায়দুল কাদের বলেন, ‘বইমেলা কোনো রাজনৈতিক স্লোগানের জায়গা না।এখানে মানুষ আসে বই কিনতে।’ এরপর নেতাকর্মীরা স্লোগান বন্ধ করে দেয়।

আওয়ামী সাধারণ সম্পাদক বলেন, ‘প্রতি বইমেলায় আমার বই বের হতো। রাজনৈতিক ব্যস্ততার কারণে এবার আর বই বের করা সম্ভব হয়নি। তিনি বলেন, ‘পদ্মাপাড়ের জীবন’ নিয়ে একটি বই লেখা শুরু করেছিলাম। কিন্তু দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ব্যস্ততা বেড়ে যায়। তাই বইটি লেখা শেষ করতে পারিনি। তবে আগামী বইমেলায় বইটি বের হতে পারে।’

নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘তোমরা বেশি বেশি বই কিনো। আর বেশি বেশি বই পড়ো। বই পড়লে অনেক কিছু জানা যায়, শেখা যায়।’

মন্ত্রী বলেন, ‘আগে বইমেলায় আসতাম। এখন দায়িত্ব পাওয়ার পর ব্যস্ততা বেড়ে গেছে। তাই আর আসা হয় না। আর আসলে নেতাকর্মীরাও ভিড় করে। এজন্য আরও আসি না।’  

(ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/জেআর/জেডএ)