কুষ্টিয়ায় পুলিশ কনস্টেবলের অস্বাভাবিক মৃত্যু
প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:২৭
কুষ্টিয়া শহরের হাউজিং এলাকায় কামাল হোসেন চৌধুরী নামে ৪৫ বছর বয়সী এক পুলিশ কনস্টেবলের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
মৃতের পারিবারিক সুত্রে জানা গেছে, শারীরিক সমস্যার কারণে কর্মস্থল মেহেরপুর থেকে ছুটি নিয়ে কুষ্টিয়ার মিরপুরের বাড়িতে আসেন কামাল। বুধবার দিবাগত মধ্যরাতে কয়েকটি বড়ি খেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে পরিবারের লোকজন তাকে গুরুতর অসুস্থ অবস্থায় দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল নয়টার দিকে তার মৃত্যু হয়।
মৃতের বোন সীমা চৌধুরী জানান, কামাল মেরুদ-ের ব্যথায় ভুগছিলেন। শারীরিক সমস্যা হওয়ায় অতিরিক্ত ঘুমের বড়ি খেয়ে তার মৃত্যু হতে পারে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ওবাইদুর জানান, কামাল হোসেন চৌধুরী মেহেরপুর জেলা পুলিশে কর্মরত ছিলেন। তিনি কুষ্টিয়া শহরের হাউজিং এলাকার রেজা আহাম্মেদ চৌধুরীর ছেলে। কুষ্টিয়ার মিরপুরে বসবাস করতেন তিনি। শারীরিক অসুস্থতার কারণে ছুটি নিয়ে বাড়ি গিয়েছিলেন। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/প্রতিনিধি/এমআর)