বেনাপোলে চার নারীকে ফেরত দিল ভারত

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:১৯

বেনাপোল (যশোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
ফাইল ছবি

দুই বছর পর চার বাংলাদেশি নারীকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।

শুক্রবার বিকেল ৪ টার দিকে তাদেরকে ‘ট্রাভেল পারমিটের’ মাধ্যমে দেশে ফেরত আনা হয়।

জানা গেছে, দুই বছর আগে ভালো কাজের আশায় অবৈধ পথে ভারতের কলকাতা শহরে গিয়ে অবৈধভাবে বিভিন্ন বাসাবাড়িতে কাজ করার সময় পুলিশ তাদেরকে আটক করে জেলহাজতে পাঠায়। পরে ‘সংলাপ’ নামের একটি শেল্টার হোম  তাদের ছাড়িয়ে নিয়ে নিজেদের হেফাজতে রাখে।

দেশে ফিরে আসা নারীরা হলো- ফেরদোসী বেগম (২৩), রিমা শেখ (১৫), আসমা খাতুন (১৫) ও দিপিকা রানী (১৭)। এদের বাড়ি কুমিল্লা, বাগেরহাট, নড়াইল ও ঝিনাইদাহ জেলার বিভিন্ন এলাকায়।

বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির কো-অর্ডিনেটর মুহিত হোসেন জানান, দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া ‘বিশেষ ট্রাভেল পারমিট’ আইনের মাধ্যমে তাদেরকে দেশে ফেরত পাঠায় ভারত।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনরে ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল আহমেদ ঢাকাটাইমসকে জানান, ফেরত আসা বাংলাদেশি ৪ নারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা  হয়েছে। কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদের পরিবারের কাছে  বুঝিয়ে দেওয়া হবে।

(ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/প্রতিনিধি/ইএস)