রানারের নতুন বাইক ‘নাইট রাইডার’

প্রকাশ | ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:৫৩ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:৫৪

অটোমোবাইল প্রতিবেদক, ঢাকাটাইমস

সম্প্রতি দেশে তিনদিনব্যাপী ইন্দো-বাংলা ট্রেড ফেয়ারের আয়োজন করা হয়েছিল। এই ট্রেড ফেয়ারে দেশের অটোমোবাইলস নির্মাতা প্রতিষ্ঠান রানার একটি বাইক প্রদর্শন করে। এর মডেল নাইট রাইডার। প্রদর্শনীতে বাইকটি সবার নজরকাড়ে।

কালো রঙের এই বাইকটিতে স্পোর্টি লুক আছে। এর থ্রুটলে আছে অভিজাত্য এবং গতিময়তা। যেকেউ বাইকটি প্রথম দেখাতেই নিজের করে পেতে চাইবেন।

রানার নাইট রাইডার বাইকটিতে আছে ১৫০ সিসির(সিলিন্ডার ক্যাপাসিটি) সিঙ্গেল সিলিন্ডার এসওএইচসি ৪ স্ট্রোক ইঞ্জিন। ইঞ্জিনের ম্যাক্স পাওয়ার ১১.৯৬ বিএইচপি@৭৫০০ আরপিএম। এর ম্যাক্স টর্ক ১২.২ এনএম@৫৫০০ আরপিএম। বাইকটিতে ডি-সিডিআই ইগনিশন রয়েছে।

নাইট রাইডার কিক এবং ইলেকট্রিক দু’ভাবেই স্টার্ট করা যায়। এর সামনের চাকায় আছে হাইড্রোলিক ডিস্ক ব্রেক। পেছনের চাকায় ড্রাম ব্রেক আছে। উভয় চাকাই অ্যালয় রিমের। ফ্রন্ট টায়ার সাইজ ৮০/১০০-১৭ টিউবলেস। রিয়ার টায়ার সাইজ ১১০/৮০-১৭ টিউবলেস।সামনের চাকায় আছে টেলিস্পোপিক ফ্রন্ট শর্ক অ্যাবসর্ভার। পেছনের চাকায় আছে ৫ স্টেপ অ্যাডজাস্টেবল সেন্ট্রাল শক অ্যাবসর্ভার।

বাইকটির ফুয়েল ক্যাপাসিটি ১৫ লিটারের। রিসার্ভ ট্যাঙ্কের ফুয়েল ধারণ ক্ষমতা ১ লিটার।

বাইকটির ওজন ১৩৫ কিলোগ্রাম।অ্যারোডায়নামিক ডিজাইনে তৈরি এই বাইকটিতে ডিজিটাল স্পিডোমিটার আছে।

সাদা ও কালো এই দুইটি রঙে বাইকটি পাওয়া যাবে।

(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/এজেড)