কাল বঙ্গভবনে যাচ্ছে নতুন ইসি

প্রকাশ | ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ২০:১৭ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ২১:২৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
শপথের পর রাষ্ট্রপতির সঙ্গে নতুন নির্বাচন কমিশনের সদস্যরা

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে কেএম নুরুল হুদার নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশনের সদস্যরা আগামীকার সোমবার বঙ্গভবনে যাচ্ছেন। বিকাল সাড়ে ৩টায় তারা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন।

গত ৬ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নতুন নির্বাচন কমিশন গঠন করেন। সিইসি করা হয়েছে সাবেক সচিব কে এম নুরুল হুদাকে। কমিশনের অন্য সদস্যরা হলেন মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রি জে (অব.) শাহাদাৎ হোসেন।

নতুন নির্বাচন কমিশন গত ১৫ ফেব্রুয়ারি শপথ গ্রহণের পর দায়িত্বভার গ্রহণ করেছেন। ১৬ ফেব্রুয়ারি সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন তারা।

দায়িত্ব গ্রহণের পর শনিবার তাদের অধীনে অনুষ্ঠিত হয়েছে রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভার নির্বাচন। আগামী ৬ মার্চ বেশ কয়েকটি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে এই কমিশনের অধীনে। আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ বছর স্থানীয় সরকারের সব নির্বাচন পরিচালনা করবে নতুন এই কমিশন।

(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/জেবি)