ভাষা শহীদদের প্রতি ইসলামী ব্যাংকের শ্রদ্ধা

প্রকাশ | ২১ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:৩৪

ঢাকাটাইমস ডেস্ক

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ২১ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে।

ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আব্দুল মতিন, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মাবুদ পিপিএম, পরিচালক প্রফেসর ড. কাজী শহিদুল আলম, হেলাল আহমদ চৌধুরী, বোরহান উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন ও মো. মিজানুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আব্দুল হামিদ মিঞা, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টরগণ, ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ ব্যাংকের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন।

(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/জেবি)