জুতা পায়ে শহীদদের শ্রদ্ধা জানাল ছাত্রলীগ নেতাকর্মীরা

প্রকাশ | ২১ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৪৬ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৩৩

রূপগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে জুতা পায়ে দিয়েই শহীদদের প্রতি শ্রদ্ধা জানালো ছাত্রলীগ নেতাকর্মীরা। এ ঘটনায় শহীদ মিনারে ফুল দিতে আসা অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। ছাত্রলীগ কর্মীদের ধাক্কাধাক্কিতে পুলিশ, প্রশাসন, সরকার দলীয় নেতা কর্মী ও জনসাধারণসহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ অনেকেই শহীদ মিনারে ফুল দিতে ব্যর্থ হয়।

সরেজমিনে দেখা যায়, রাত ১০ টা থেকেই ছাত্রলীগের নেতাকর্মীরা ফুল দেয়ার জন্য উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জড়ো হয়। এসময় ছাত্রলীগ নেতাকার্মীরা বিভিন্ন স্লোগান দিতে শুরু করে। ১২ টা ১ মিনিটে স্থানীয় জনপ্রতিনিধিরা ফুল দেওয়ার পর বেপরোয়া হয়ে পরে ছাত্রলীগের কর্মীরা। অনেক সংগঠন, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ছাত্রলীগ কর্মীদের উশৃঙ্খলার জন্য শহীদ মিনারে ফুল দিতে পারেনি। ফুল দেওয়ার কিছুক্ষণের মধ্যেই শহীদ মিনারের ফুল লুট করে নিয়ে ছাত্রলীগ কর্মীরা। অনেকেই আবার শহীদ মিনারে ফুল দিতে গিয়ে সেলফি তোলায় ব্যস্ত হয়ে পড়ে। খালি পায়ে প্রবেশের নিয়ম থাকলেও ছাত্রলীগ নেতাকর্মীরা জুতা পায়েই শহীদ মিনারে ফুল দেয়। ছাত্রলীগের পাশাপাশি বেশ কয়েক জন পুলিশ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধিদের জুতা পায়ে দিয়ে শহীদ মিনারে প্রবেশ করে শ্রদ্ধা জানাতে দেখা গেছে। 

মুক্তিযোদ্ধা আল-আমিন দুলাল ঢাকাটাইমসকে বলেন, এটি আমাদের দেশ ও জাতির জন্য একটি লজ্জার ব্যাপার। যারা রক্তের বিনিময়ে আমাদের বাংলা ভাষা এনে দিয়েছে, তাদেরকে শ্রদ্ধা জানাতে গিয়ে জুতা পায়ে দিয়ে যারা এসব কর্মকাণ্ড করেছে তা আসলেই দুঃখজনক।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইসলাম বলেন, ছাত্ররাই যদি ভাষা শহীদদের প্রতি অসম্মান জানায়, তাহলে তারা ভবিষ্যতে কী করবে? এ ধরনের কর্মকাণ্ড সঠিক হয়নি।

(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেডএ)