টাঙ্গাইলে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদ

প্রকাশ | ২২ ফেব্রুয়ারি ২০১৭, ২০:০১

টাঙ্গাইল প্রতিনিধি,ঢাকাটাইমস

টাঙ্গাইলের ঘাটাইলে আনোয়ার হোসেন নামে এক শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষকরা। বুধবার দুপুরে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে।

মিছিল শেষে উপজেলা পরিষদের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশ শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখার সভাপতি খন্দকার তাহাজজত হোসেন ও সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান, সহ-সভাপতি মো. হাসান আলী, মো. বাবর চৌধুরী, যুগ্ম সম্পাদক মো. আ. বাছেত, প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, মোহাম্মদ আলী জিন্নাহ, বুলবুলী বেগম প্রমুখ।

সমাবেশে বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসী শিহাবকে গ্রেপ্তার না করলে উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার ঘোষণা দেন। পরে শিক্ষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

প্রসঙ্গত, গত ১৫ ফেব্রুয়ারি বুধবার উপজেলার সাধুটি নজীব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আনোয়ার হোসেনকে স্কুল প্রাঙ্গণে এলাকার চিহ্নিত সন্ত্রাসী দুই সাবেক ছাত্র পিটিয়ে আহত করে। এ ঘটনায় আহত হয় আরো তিন জন।

(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)