পিরোজপুরে এএসআইকে কোপানোর ঘটনায় আটক দুই

প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৪৫

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

পিরোজপুরের মাদকবিরোধী অভিযান চলাকালে ডিবি পুলিশের এএসআই মো. মঈনুদ্দীনকে কোপানোর ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আহ্মদ মাঈনুল হাসান এ তথ্য জানান।
এ ঘটনায় জড়িত সন্দেহে বুধবার রাতেই দুই যুবককে আটক করেছে পুলিশ। তারা হলো শহর মাছিমপুরের মৃত আমজাদ হোসেনের ছেলে আরিফুল ইসলাম বাবু (৩০), ধুপপাশার আলম মোল্লার ছেলে সাব্বির হোসেন রাজন (২৫)।

পুলিশ সুপার জানান, মাদকবিরোধী অভিযান চলাকালে বুধবার রাত ৮ টার দিকে  পৌরসভার ধূপপাশার এলাকায় এএসআই মাঈনুল হাসানকে কোপানো হয়। তাকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

এ ঘটনায় ডিবি পুলিশের এসআই নূরুল আমিন বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অঞ্জাত ১০/১২ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/প্রতিনিধি/ইএস)