সিরাজদিখান ও ফতুল্লায় ১৭০০ টেঁটা উদ্ধার

প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৩৫ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৫২

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস

মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলা বালুচর ইউনিয়নের আকবরনগর ও নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে ১৭ শতাধিক টেঁটা উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার নারায়গঞ্জ ও মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশে পুলিশ সকাল ১০টা থেকে দুপুর ২ টা প্রর্যন্ত অভিযান চালিয়ে ১২ শতাধিক টেঁটা ও জাল দলিল তৈরির সরঞ্জাম উদ্ধার করে সিরাজদিখান থানা পুলিশ। অপর দিকে ফতুল্লা থানা পুলিশ ৫ শতাধিক টেঁটা উদ্ধার করে।

গত মঙ্গলবার সিরাজদিখানে থেকে থেমে থেমে যে সংর্ঘষ চলছিল। সংঘর্ষে টেঁটা ব্যবহার করা হয়। পরে দুইজেলার পুলিশ সুপারের নির্দেশে টেঁটা উদ্ধার করে পুলিশ।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ও সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
ইয়ারদৌস হাসান জানান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/প্রতিনিধি/ইএস)