ধামরাইয়ে ৬০ হাজার ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার

প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৪৫

ধামরাই (ঢাকা) প্রতিনিধি, ঢাকাটাইমস

ঢাকার ধামরাইয়ে ৬০ হাজার পিস ইয়াবা ও ১৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে থানা পুলিশ। এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।   

বৃহস্প্রতিবার ভোররাতে উপজেলার বড়চন্দ্রাইল দক্ষিণপাড়া এলাকায় ঈদগাঁ এলাকা থেকে এসব উদ্ধার করা হয়। ইয়াবাগুলো তিনটি প্যাকেটে স্কচটেপ দিয়ে  বাঁধানো ছিলো। এর আনুমানিক মূল্য প্রায় দুইকোটি টাকা বলে জানিয়েছে পুলিশ। পুলিশের উপস্থিতি টের মাদক কারবারীরা এসব ফেলে পালিয়ে যায়।

একই সময় পুলিশ জানতে পারে মাদকের চালান একই ইউনিয়নের মাখুলিয়া গ্রামের এক প্রাক্তন মাস্টারের ইয়াজুদ্দিনের বাড়ির ভাড়াটিয়া মশিউর রহমানের। পরে ওই বাড়ির মশিউর রহমানের রুমের ভেতর তল্লাশি চালিয়ে ১৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রিজাউর হক বলেন, ধামরাই থানায়   পুলিশের তৎপরতার জন্যই এতবড় ইয়াবার চালান ধরা পড়েছে। তবে এই চালানের সাথে যেই জড়িত থাকুক তারা ধরা পড়বে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/প্রতিনিধি/ইএস)