খুলনায় ইয়াবাসহ নারী পুলিশ সদস্যের স্বামী আটক

প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:১১

খুলনা ব্যুরো প্রধান, ঢাকাটাইমস

খুলনায় ৩৪২ পিস ইয়াবাসহ মো. রকিবুল হাসান সোহাগ (৩৩) নামে এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশে (কেএমপি) কর্মরত মহিলা কনস্টেবল ফারজানা আক্তার সুমির স্বামী বলে জানা গেছে। কনস্টেবল ফারজানা এতে জড়িত কিনা তার তদন্ত শুরু করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)’র একটি দল খুলনা মহানগরীর লবনচরা থানাধিন জিন্নাহ পাড়া মেইন রোডস্থ হোল্ডিং নং-৩২/ক ভাড়া বাসা থেকে রকিবুল হাসানকে আটক করা হয়।    

তার বিরুদ্ধে সংশ্লি¬ষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)’র অতিঃ উপ-পুলিশ কমিশনার এ.এম কামরুল ইসলাম জানান, আটক আসামি পটুয়াখালী জেলার দশমিনা থানার নেহালগঞ্জ দক্ষিণ আদমপুরের বাসিন্দা আব্দুল মালেকের ছেলে। প্রাথমিকভাবে জানা যায়, আসামির স্ত্রী নারী কং/৬০০৯ ফারজানা আক্তার সুমি গত বছরের ৪ ডিসেম্বর বরিশাল মেট্রোপলিটন পুলিশ থেকে খুলনায় যোগদান করেন। 

তিনি খুলনা থানায় যোগদান করার পর থেকে ওই ভাড়া বাসায় বসবাস করেন। মোঃ রকিবুল হাসান সোহাগ গ্রামের বাড়ি পটুয়াখালীতে থাকেন এবং নিয়মিত স্ত্রীর ভাড়াটিয়া বাসায় যাতায়াত করেন। বরিশালে থাকাকালীন গত ২০১২ সালে ৪মার্চ তাদের বিয়ে হয়। আটক মোঃ রকিবুল হাসান সোহাগ পটুয়াখালী জেলার দশমিনা থানার বহরমপুর ইউনিয়নের নির্বাচিত ইউপি সদস্য। 

এদিকে পুলিশ কনস্টেবল ফারজানা আক্তার সুমি এর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে কেএমপি পুলিশ। মাদক সংক্রান্ত বিষয়ে তার কোন সম্পৃক্ততা রয়েছে কিনা তা জানার জন্য তদন্ত চলছে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/প্রতিনিধি/ইএস)