এপ্রিলে আসছে স্যামসাংয়ের গ্যালাক্সি এস৮

প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১২:১৯

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

এ বছরের এপ্রিলে আসছে স্যামসাংয়ের আপকার্মিং স্মার্টফোন গ্যালাক্সি এস৮ এবং গ্যালাক্সি এস৮ প্লাস। সম্প্রতি অনলাইনে ফোনটির লঞ্চিং ডেট ফাঁস হয়েছে। ফাঁস হওয়া তথ্য মতে ফোনটি মার্চে অবমুক্ত করা হবে। এপ্রিল  মাস নাগাদ ক্রেতারা ফোনটি হাতে পাবেন। 

কোরিয়ান ইটি নিউজের তথ্য মতে, স্যামসাং তাদের নতুন ফোন গ্যালাক্সি এস৮ ২৯ মার্চ অবমুক্ত করবে। ক্রেতারা ফোনটি হাতে পাবেন এপ্রিলের ২১ তারিখ।

গুজব রটানোকারী ওয়েবসাইটের তথ্য মতে, গ্যালাক্সি এস৮ এ কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর ব্যবহৃত হবে। এটি কোয়ালকমের নতুন প্রসেসর। এতে ৬ জিবি র‌্যাম থাকবে।

ফোনটির বিল্টইন মেমোরি ২৫৬ জিবি। এই ফোনটির ডিজাইনেও নতুনত্ব থাকবে। এর ডিসপ্লে হবে বেজেললেস। 

রয়টার্সের তথ্য মতে, গ্যালাক্সি এস৮ এ ডিজিটাল ভয়েস অ্যাসিসট্যান্ট ফিচার থাকবে। 

চীনের প্রযুক্তি পণ্যের খবর রটানোকারী ওয়েবসাইট উইবো জানিয়েছে, স্যামসাংয়ের নতুন ফোনে প্রতিষ্ঠানটির নিজস্ব এক্সিনোস প্রসেসর থাকতে পারে। এতে কুইক চার্জ ৪.০ প্রযুক্তি ব্যবহার করা হবে। 

ফোনটির রিয়ারে থাকবে ডুয়েল ক্যামেরা। ক্যামেরার মেগাপিক্সেল হবে অন্যসব ফোনের চেয়ে বেশি। এর ডিসপ্লে হবে প্রেসার সেনসেটিভ। অনেকটা আইফোনের ফোর্স টাচ বা থ্রিডি টাচের মতই। 

ফোনটির ডিসপ্লে হতে পারে কার্ভড। আয়তন ৫.১ ইঞ্চির 2k সুপারঅ্যামোলিড।

(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/এজেড)