সেই স্পিনেই নাজেহাল ভারত, অলআউট ১০৫ রানে

প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:১৩ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:০৭

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

বিদেশি দলগুলোরে জন্য স্পিন স্বর্গ বানিয়ে বসে থাকেন ভারতীয় কিউরেটররা। বিশেষ করে উপমহাদেশের বাইরের দলগুলোর জন্য। ভারতের স্পিন জালে বারবার নাজেহালও হতে হয়  সফরকারী দলগুলোকে। তবে পুনেতে নিজেদের তৈরি সেই ফাঁদেই ধরা খেল ভারত। অজি স্পিনে জ্বলে পুড়ে মরলো ভারতীয় ব্যাটিং। মাত্র ১০৫ রানে প্রথম ইনিংস শেষ স্বাগতিকদের। অস্ট্রেলিয়ার বিপক্ষে এটা ভারতের পঞ্চম সর্বনিম্ম স্কোর। আর ভারতের মাটিতে অজিদের বিপক্ষে দ্বিতীয় সর্বনিম্ম।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করেছিল ২৬০। তাই প্রথম ইনিংসে ১৫৫ রানের এগিয়ে থেকে ভারতের মাটিতে জয়ের স্বপ্ন দেখছে অজিরা।

৯ উইকেটে ২৫৬ রানে প্রথম দিনের খেলা শেষ করেছিল অজিরা। শুক্রবার সকালে মাত্র ৫ বল মোকাবেলা করে আগের দিনের সঙ্গে ৪ রান যোগ করে ২৬০ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।

কিন্তু এই রানই যে ভারতের জন্য বিরাট হয়ে দাঁড়াবে, ভাবা যায়নি। পেসার মিচেল স্টার্ক ও ৩২ বছর বয়সী স্টিভ ওকিফের মারাত্মক বোলিংয়ে তাসের ঘরের মতো উড়ে যায় ভারতের শক্তিশালী ব্যাটিং। ওপেনার লোকেশ রাহুল ৬৪ রান না করলে আরো বড় ধরনের লজ্জায় পড়তে হতো ভারতকে।

রাহুল একা ৬৪ রান করলেও বাকি দশ ব্যাটসম্যান মিলে করে মাত্র ৪০। দ্বিতীয় সর্বোচ্চ রান আসে রাহানের ব্যাট থেকে। তিনি করেন ১৩ রান।

অস্ট্রেলিয়ার পক্ষে ওকিফে মাত্র ৩৫ রান দিয়ে ৬ উইকেট নেন। এটা তার ক্যারিয়ার সেরা বোলিং। স্টার্ক ৩৮ রানে ২ উইকেট নেন।

(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/ডিএইচ)