এলজির শক্তিশালী ব্যাটারির ফোন

প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:০৯

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

নতুন একটি স্মার্টফোন আনার ঘোষণা করেছে জাপানের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান এলজি। ফোনটির মডেল এলজি এক্স পাওয়ার ২। এটি এক্স পাওয়ার এর আপডেট ভার্সন। 

ফোনটিতে আছে ৫.৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে। ফোনটির পুরুত্ব ১৫৪.৭x ৭৮.১x ৮.৪ মিলিমিটার। ওজন ১৬৪গ্রাম। 

ফোনটিতে আছে ১.৫ গিগাহার্জের  চিপসেট। দুইটি র‌্যাম ভার্সনে ফোনটি পাওয়া যাবে। একটি ১.৫ জিবি র‌্যামের অন্যটি ২ জিবি র‌্যামের। এর বিল্টইন মেমোরি ১৬ জিবির।

এলজির নতুন ফোনটির রিয়ার ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের। এর ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেলের। 

অ্যানড্রয়েড ৭.০ নুগাট অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটিতে আছে ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। এতে ফাস্ট চার্জিং টেকনোলজি রয়েছে।

কানেকটিভিটি অপশন হিসেবে এতে আছে ওয়াইফাই, ব্লুটুথ এবং ইউএসবি।

(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/এজেড)