মাত্র ২০৫ ইনিংসে ৯ হাজার রান ডিভিলিয়ার্সের

প্রকাশ | ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১১:০০ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:১০

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

ক্রিস গেইলকে নিয়ে মাতামাতি না করে  এবিডি ভিলিয়ার্সের পরিসংখ্যানে চোখ দিন। চোখ কাপালে উঠে যাবে! ভয়ঙ্কর ব্যাটসম্যান কাকে বলে! মাত্র ২০৫ ইনিংসে ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ৯ হাজার রান তুলে নতুন নজীর গড়লেন এ দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান।

এরআগে ২২৮ ইনিংসে ৯ হাজার রান করে মাইলফলক গড়েছিলেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। এতদিন এটাই ছিল সবচেয়ে কম ইনিংসে দ্রুত ৯ হজার রান করার নজীর। এবিডি ভিলিয়ার্স ৯ হাজার রান করলেন সৌরভের চেয়ে ২৩ ইনিংসে কম খেলে।

শনিবার ওয়েলিটনে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে  মাঠে নামার আগে তার রান ছিল ২১৩ ওয়ানরে ২০৪ ইনিংসে ৮৯৯৫। এ ম্যাচে তিনি করেছেন ৮৫ রান। ফলে ২০৫ ওয়ানডে ইনিংসে তার রান ৯০৭০ রান। গড় প্রায় ৫৪। স্ট্রাইকরেট প্রায় ১০০। সেঞ্চুরি ২৪টি এবং হাফসেঞ্চুরি ৫১টি।

২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় তার। টেস্টেও অসাধারণ এবিডি ভিলিয়রাস। ১০৬ টেস্টে ৮ হাজারের উপর রান করে ফেলেছেন তিনি।

 (ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/ডিএইচ)