চীনে বিলাসবহুল হোটেলে পুড়ে মরলো তিনজন

প্রকাশ | ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:১১

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় নগরী নানচ্যাংয়ে শনিবার সকালে বড়ো আকারের অগ্নিকাণ্ডে তিনজনের প্রাণহানি ঘটেছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছন অন্তত ১৪ জন। স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, হোটেলের দ্বিতীয় তলায় নির্মাণের কাজ চলছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।যদিও এই বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানা যাচ্ছে না।

এ সময় বেশ কয়েকজন হোটেলটিতে আটকা পড়েছে বলে আশংকা করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে এইচএনএ প্লাটিনাম মিক্স হোটেলের বেশ কয়েকটি তলা থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসছে। হোটেলটির আশপাশে বেশ কয়েকটি ফায়ার ইঞ্জিন ও অ্যাম্বুলেন্স রয়েছে।

সর্বশেষ গণমাধ্যমের খবরে বলা হয়, আগুন নিভিয়ে ফেলা হয়েছে এবং উদ্ধারকর্মীরা ভবনটিতে আটকে পড়াদের সন্ধানে তল্লাশী চালিয়ে যাচ্ছে। টেলিভিশন ফুটেজে দেখা গেছে, আহতদের স্ট্রেচারে করে হাসপাতালে নেয়া হচ্ছে।

স্থানীয় সময় সকাল আটটার দিকে চারতলা হোটেল ভনটির তৃতীয় তলায় আগ্নিকাণ্ড শুরু হয়। প্রায় দশটি অগ্নি নির্বাপক দল সেখানে একযোগে কাজ করছে বলে ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়।

চীনা গণমাধ্যমে প্রকাশিত খবরে দেখা যায়, চারতলা এই হোটেলের ওপরে শুধুই আগুনের ফুলকি। ফায়ার সার্ভিসের গাড়ি এবং অ্যাম্বুলেন্স ঘিরে রেখেছে গোটা হোটেল চত্বর।

যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই সময়ে দশজনেরও বেশি নির্মাণ শ্রমিক হোটেল সজ্জায় কাজ করছিল। একজন নারী কর্মী সেই সময়ে ভেতরে আটকা পড়ে বলেও আশঙ্কা করা হচ্ছে। দ্বিতীয় তলা থেকে একজন পুরুষকর্মী জানালা ভেঙ্গে নিচে লাফিয়ে পড়েন। তিনি আহত হয়েছেন ও তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।  

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/জেএস)