ইসলামী ছাত্রী সংস্থার ছয় কর্মী রিমান্ডে

প্রকাশ | ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৫২

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস

জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার ছয় কর্মীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রাজধানীর কদমতলী এলাকা থেকে গ্রেপ্তার ওই নারীদের বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় সোমবার ঢাকা মহানগর হাকিম সাজ্জাদুর রহমান এই রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডকৃত আসামিরা হলেন, খাদিজাতুল কোবরা জাকিয়া, নাছরিন আক্তার, নুশরাত শারমিন, মোসা. মাসুমা আক্তার, রওশন জাহান এবং ফাতেমাতুজ জোহরা।

মামলার তদন্ত কর্মকতা কদমতলী থানার এস আই মো. আজহারুল ইসলাম সাত দিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ড আবেদনে উল্লেখ করেন, আটক আসামিদের স্বল্প সময়ে জিজ্ঞাসাবাদে অন্যান্য আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ করা সম্ভব হয়নি। আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে নাশকতা কর্মকাণ্ডের মূল হোতাদের গ্রেপ্তার করা সম্ভব হবে। এজন্য তাদের সাত দিনের রিমান্ড নেয়া প্রয়োজন। আরও বলা হয়, আসামিদের নাম-ঠিকানা যাচাই করা হচ্ছে। তাদের বসবাসের ঠিকানা ভিন্ন জেলা ভিন্ন থানা হওয়ার কারণে আসামিরা জামিনে মুক্তি পেলে পলাতক হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে রবিবার সন্ধ্যায় কদমতলী থানাধীন তুষারধারা আবাসিক এলাকার মাহমুদা ভিলার ৪র্থ তলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। রিমান্ডকৃতদের বাড়ি চাঁদপুর এবং পটুয়াখালীতে। এদের মধ্যে তিনজন ইডেন মহিলা কলেজে অনার্সে পড়েন।

(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/আরজেড/জেবি)