আ.লীগের সমাবেশ নিয়ে পাকুন্দিয়ায় ১৪৪ ধারা

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ২২:২১

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একই স্থানে আওয়ামী লীগের দুই পক্ষের সভা ডাকার প্রেক্ষিতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

সোমবার দুপুর দেড়টা হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পৌরসদর ঈদগাহ্ মাঠ, পৌরবাজার ও পৌরএলাকায় ১৪৪ ধারা জারির আদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবির উদ্দিন। মাইকিং করে ১৪৪ ধারা জারির ঘোষণা দেয়া হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু এবং উপজেলা আ.লীগের অপর যুগ্ম-আহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন সোমবার বিকাল ৩টায় পৌরসদর ঈদগাহ মাঠে পাল্টাপাল্টি সভা-সমাবেশ আহ্বান করায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই যুগ্ম-আহ্বায়কের সভা সমাবেশ সফল করার লক্ষ্যে পাল্টাপাল্টি মিছিলে থমথমে পরিস্থিতি বিরাজ করে পুরো পৌর এলাকায়।

সকাল থেকে উভয়পক্ষের নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে উপজেলা প্রশাসন। বৈঠকে সমঝোতা না হওয়ায় প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :