পরিবহন ধর্মঘটে রাজবাড়ীতে ট্রেনে প্রচণ্ড ভিড়

প্রকাশ | ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ২০:১৩

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস

দেশব্যাপী পরিবহন ধর্মঘটের কারণে রাজবাড়ীর সব রুটে বাস ও ট্রাক চলাচল বন্ধ থাকায় রাজবাড়ী থেকে দক্ষিণাঞ্চল থেকে রাজধানীগামী সকল ট্রেনে যাত্রীদের প্রচণ্ড ভিড় চলছে।

খুলনা, কুষ্টিয়া, পোড়াদহ ও যশোর থেকে ছেড়ে আসা মেইল, আন্তঃনগর ও তিনটি লোকাল ট্রেনে যাবার জন্য   মঙ্গলবার সকাল থেকেই সারাদিন রাজবাড়ী স্টেশনে যাত্রীদের প্রচণ্ড ভিড় দেখা গেছে।

রাজবাড়ী থেকে রাজধানী ঢাকাসহ ১০টি রুটের কোন বাস ও ট্রাক মঙ্গলবার সকাল থেকে ছাড়েনি। ফলে যাত্রী সাধারণ ও ঢাকার সব্জি ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছেন।

এদিকে দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা  ট্রেনই সব স্টেশনে যাত্রী উঠনোর কারণে বাড়তি বিলম্বে ট্রেনগুলো আসছে। ফলে স্টেশনে যাত্রীরা অপেক্ষা করে নানাভাবে হয়রানি হচ্ছে। প্রত্যেকটি ট্রেনে বগি কম থাকায় যাত্রীদের অনেকেই ট্রেনে উঠতে না পারছেন না।

অপরদিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের কোন যানবাহন নদী পার হয়নি। ফলে এ নৌরুটের ১৬টি ফেরি উভয় ঘাটে নোঙ্গর করে বসে থাকে।

(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)