ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় আন্তর্জাতিক সেমিনার

প্রকাশ | ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৩৭

ঢাকাটাইমস ডেস্ক

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ গ্রন্থাগার সমিতি (ল্যাব) ও অস্ট্রেলিয়ার মাদার ল্যাংগুয়েজেস কনজারভেশন মুভমেন্ট ইন্টারন্যাশনাল ইন্ক, সিডনি আয়োজিত ’গ্রন্থাগারসমূহে একুশে কর্নার স্থাপন’ বিষয়ক আন্তর্জাতিক সেমিনার মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন সাবেক সচিব ও মাতৃভাষা সংরক্ষণ আন্দোলনের উপদেষ্টা মো. নজরুল ইসলাম খান।

গ্রন্থাগার সমিতির সভাপতি অধ্যাপক ড. এম নাসিরউদ্দিন মুন্সীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান আরাস্তু খান এবং এডিসন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাকারিয় শহিদ।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদার ল্যাংগুয়েজেস কনজারভেশন মুভমেন্ট ইন্টারন্যাশনাল ইনক-এর চেয়ারপারসন নির্মল পাল। মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেস্টা রাশেদা কে চৌধুরী, সাবেক সচিব শ্যামল কান্তি ঘোষ, একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট ব্যক্তিত্ব রহমতউল্লাহ আল মাহমুদ সেলিম ও গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক আশীষ কুমার সরকার।

(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/জেবি)