কুড়িগ্রামে ভারতীয় গরু ও ফেনসিডিল জব্দ

প্রকাশ | ০২ মার্চ ২০১৭, ১৮:৫২

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস

কুড়িগ্রামের শালঝোড় ও রামখানা সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় গবাদি পশু ও ফেনসিডিল জব্দ করেছে বিজিবি।

বিজিবি জানায়, বৃহস্পতিবার ভোর রাতে টহল দলটি আন্তর্জাতিক সীমানা পিলার ৯৮৮এর ৩ এস হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর ধলডাংগা এলাকা থেকে বিজিবির টহলদল ভারতীয় ৪টি গরু জব্দ করে। জব্দকৃত গরুর সিজার মূল্য ২ লাখ টাকা।

একই সময় নাগেশ্বরী উপজেলার রামখানা এলাকা থেকে ৫৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আউয়াল উদ্দীন আহমেদ বলেন, জব্দকৃত গরু কাস্টমসের প্রতিনিধির উপস্থিতিতে নিলামের মাধ্যমে বিক্রি করা হবে এবং জব্দ ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হবে।

(ঢাকাটাইমস/২মার্চ/প্রতিনিধি/এলএ)