নির্বাচনে না এলে বিএনপি ভেঙে যাবে: আব্দুর রহমান

প্রকাশ | ০৩ মার্চ ২০১৭, ২০:২৭ | আপডেট: ০৩ মার্চ ২০১৭, ২১:৪৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে না এলে ভুলের মাশুল দিতে হবে বলে মন্তব্য করেছেন ফরিদপুর-১ (আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালী) আসনের সংসদ সদস্য আব্দুর রহমান। তিনি বলেন, ‘বিএনপি জানে ওই নির্বাচনে আসলে খালি ব্যালেট বক্স নিয়ে ফিরতে হবে। তাই তারা নির্বাচন কমিশনের পর এবার নির্বাচনকালীন সরকারের দাবি তুলেছে।’

শুক্রবার ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রামে এক জনসভায় এ কথা বলেন। কামারগ্রাম কাঞ্চন একাডেমী মাঠে এই জনসভার আয়োজন করে ২নং গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগ।

আব্দুর রহমান বলেন, ‘এই দেশের ক্ষমতার পরিবর্তন ব্যালটের মাধ্যমে হবে। অন্য কোনোভাবে হবে না। আগামী দিনে নির্বাচনে না আসলে সেই ভুলের মাশুল আপনাকেই (খালেদা জিয়া) গুণতে হবে। বিএনপি ভেঙেচুড়ে খান খান হয়ে যাবে।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘আমি আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালীতে কী উন্নয়ন করেছি তা বলবো না। শুধু বলবো, অতীতে ফরিদপুর-১ আসনে যারা নৌকা মার্কা পেয়েছিলেন তারা নৌকা বিক্রি করে দিয়ে আপনাদের পকেট কেটে বিশ্বাসঘাতকতা করেছে। বেইমানি করে আপনাদের আমানত খেয়ানত করেছে। ২০০৮ সালের নির্বাচনে আপনারা দুই দুইজন বেইমানকে একই সঙ্গে শাস্তি দেয়ার সুযোগ পেয়েছিলেন। একজন জামানত বাজেয়াপ্ত হয়েছিল। আরেকজন নির্লজ্জের মতো হেরেছিল।’

জনসভার বিশেষ অতিথি আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকরাম হোসেন বলেন, ‘আজকের সভায় আরিফুর রহমান দোলন যে ভূমিকা রেখেছেন তা প্রশংসার দাবি রাখে। এই সভা সফল করার জন্য তিনি সার্বিকভাবে চেষ্টা চালিয়েছেন। গত ১ মার্চ প্রস্তুতি সভা করেছে। সফলতার দাবিদার তিনি।’

আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সোলাইমান হোসেন বলেন, ‘আরিফুর রহমান দোলনের ভূমিকার জন্য এই জনসভা সফল হয়েছে। দোলন এই এলাকায় অনেক উন্নয়ন করছেন। ৭০ কোটি টাকা ব্যয়ে এখানে একটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার হতে যাচ্ছে। একটি টেক্সটাইল ইনস্টিটিউট হবে। সেই চেষ্টা চলছে। এসবই তার চেষ্টার ফসল।’

ফরিদপুর জেলা পরিষদ সদস্য শেখ শহীদুল ইসলাম বলেন, ‘আজকে এই সমাবেশ প্রমাণ করে গোপালপুর আওয়ামী লীগ কতটা শক্তিশালী। এ অঞ্চলের মানুষ আওয়ামী লীগকে কতটা ভালোবাসে।’

২নং গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. মনিরুজ্জামান ইকুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বাশার মিয়া, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা, ঢাকাটাইমস ও সাপ্তাহিক এই সময় সম্পাদক আরিফুর রহমান দোলনসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

(ঢাকাটাইমস/০৩মার্চ/প্রতিনিধি/এইচএফ/জেবি)