শিক্ষার বার্তা পৌঁছে দিতে জাহিদের সাইকেল ভ্রমণ

প্রকাশ | ০৪ মার্চ ২০১৭, ১৭:৩৩

পটুয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস

দেশের সকল জেলা ও উপজেলায় শিক্ষা সচেতনতাবিষয়ক বার্তা পৌঁছে দিতে সাইকেল নিয়ে দেশ ভ্রমণে বের হয়েছেন জাহিদুল ইসলাম নামে এক যুবক। বরগুনা জেলার আমতলী উপজেলার সোনাখালী গ্রামে তার বাড়ি। অর্থাভাবে নিজে শিক্ষিত হতে না পেরে শিক্ষার বার্তা দেশব্যাপী পৌঁছে দিতে চান এই যুবক।

২৮ ফেব্রুয়ারি আমতলী উপজেলা পরিষদ থেকে তিনি যাত্রা শুরু করেন। প্রথমে বরগুনা জেলার সকল উপজেলায় শিক্ষা সচেতনতা বিষয়ক বার্তা পৌঁছে দেন জাহিদুল ইসলাম। পরে শুক্রবার রাতে পটুয়াখালী এসে পৌঁছেছেন তিনি। পটুয়াখালী জেলার সকল উপজেলায় কাজ করার পর তিনি বরিশালের উদ্দেশ্যে যাবেন।

শিক্ষার প্রতি আগ্রহ এবং মা ও মাতৃভূমির প্রতি ভালবাসার নানা স্লোগান সমৃদ্ধ স্টিকার সাইকেলে লাগিয়েছেন জাহিদুল। সম্পূর্ণ নিজ খরচে এ যাত্রা শুরু করার আগে তার মেয়েকে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করে দিয়েছেন তিনি। দেশের কোন মানুষ যাতে অশিক্ষিত না থাকে, সেই বার্তা বহন করে ২০১৪ সালের আগস্ট মাসে। তিনি তার সাইকেল নিয়ে দেশের ৩২টি জেলা ভ্রমণ করেছিলেন। এবার সমগ্র দেশ ভ্রমণ করতে চান তিনি।

(ঢাকাটাইমস/৪মার্চ/প্রতিনিধি/আইএইচ)