ভাঙ্গায় স্কুলছাত্রীর লাশ উদ্ধার

প্রকাশ | ০৫ মার্চ ২০১৭, ১৭:৩০

ভাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
ফাইল ছবি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মোমিতা আক্তার।
রবিবার সকালে ইউনিয়নের খামিনারবাগ গ্রামের একটি সফেদা গাছ থেকে ১৫ বছর বয়সী এই ছাত্রীর মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনীটি।

মোমিতা ঘারুয়া ইউনিয়নের খামিনারবাগ গ্রামের মোশারফ হোসেনের মেয়ে। এম এ ওয়াজেদ মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল সে।

ঘারুয়া ইউনিয়নের চেয়ারম্যান সফিউদ্দিন মোল্লা জানান, গতকাল রাত আটটার দিকে পড়াশোনা না করে টিভি দেখায় মা-বাবা মোমিতাকে বকুনি দেয়। এ কারণে বাবা-মার সঙ্গে অভিমান করে সে।

রাতে কোথাও না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি করতে থাকে। এর একপর্যায়ে ঘরের পাশের সফেদা গাছে তার মরদেহ ঝুলতে দেখে। পরে পুলিশকে খবর দিয়ে তারা গিয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে আসে।

(ঢাকাটাইমস/৫মার্চ/প্রতিনিধি/এমআর)