নেত্রকোণায় স্কুলছাত্রীর শ্লীলতাহানির চেষ্টায় বখাটের কারাদণ্ড

প্রকাশ | ০৬ মার্চ ২০১৭, ২০:০৮

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস

নেত্রকোণার পূর্বধলায় এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে এক বখাটে যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।  সোমবার সন্ধ্যায় এ আদেশ দেন আদালতের বিচারক  নির্বাহী হাকিম নমিতা দে।

দণ্ডপ্রাপ্ত সুমন মিয়া উপজেলার হোগলা ইউনিয়নের সোহাগীডহর গ্রামের আজিজুল হকের ছেলে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অভি রঞ্জন দেব জানান, উপজেলার হোগলা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রী  সকালে বাড়ি থেকে বিদ্যালয়ে আসছিল। মেয়েটি উপজেলার চলতিডহর পৌঁছালে  বখাটে সুমন তার শ্লীলতাহানির চেষ্টা চালায়। এ সময় মেয়েটির চিৎকারে স্থানীয় লোকজন এসে সুমনকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয় সুমনকে। আদালতের বিচারক নির্বাহী হাকিম নমিতা দে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

(ঢাকাটাইমস/৬মার্চ/প্রতিতনিধি/এলএ)