মির্জাপুরে মাদক বিক্রির অভিযোগে ছয় জনের সাজা

প্রকাশ | ০৬ মার্চ ২০১৭, ২২:৫৬

মির্জাপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

টাঙ্গাইলের মির্জাপুরে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে পাঁচ জনকে এক বছর করে ও এক জনকে এক মাসের বিনাশ্রম সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

সোমবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমিন এ সাজা দেন।

সাজাপ্রাপ্তরা হলেন- মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের নগর ছাওয়ালী গ্রামের মৃত আমির হোসেনের ছেলে রুবেল, গোড়াই গন্ধব্যপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে বাবুল,  মধুপুর উপজেলার জটবাড়ী গ্রামের মোতালব মিয়ার ছেলে মানিক, ঘাটাইল উপজেলার হরিপুর গ্রামের মোকছেদ আলীর ছেলে জামাল  এবং দুলালিয়া গ্রামের মৃত বদর উদ্দীনের ছেলে বুলবুল। এদের প্রত্যেককে এক বছর করে এবং এ উপজেলা সদরের পুষ্টাকামুরী সওদাগরপাড়া গ্রামের  তাহের সওদাগরের ছেলে লিটন সওদাগরকে এক মাসের সাজা দেন আদালতের বিচারক।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বলেন, সাজাপ্রাপ্তরা দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত। সোমবার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক তাদের সাজা দেয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমিন মাদক আইনে ছয় জনকে সাজা দেয়ার কথা স্বীকার করেছেন।

(ঢাকাটাইমস/৬মার্চ/প্রতিনিধি/জেডএ)