ভক্সওয়াগনের স্বয়ংচালিত গাড়ি

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ মার্চ ২০১৭, ১২:৪৭ | প্রকাশিত : ০৭ মার্চ ২০১৭, ১৪:৩৬

জার্মানির অটোমোবাইল উৎপাদনকারী প্রতিষ্ঠান ভক্সওয়াগন এই প্রথম স্বয়ংচালিত গাড়ি উৎপাদন করলো। গাড়িটির মডেল ‘সেড্রিক’। এটি একটি কনসেপ্ট কার। শিগগিরই গাড়িটি উৎপাদনে যাবে বলে ধারণা করা হচ্ছে।

জেনেভা অটো শোতে ভক্সওয়াগন তাদের এই কনসেপ্ট কারটি প্রদর্শন করে বেশ বাহবা কুড়ায়। এটি সম্পূর্ণ ইলেকট্রিক কার। এটি কানেকটেড এবং স্বয়ংচালিত। গাড়িটি যাত্রী পরিবহনে সক্ষম। গাড়িটিতে মাত্র একটি বাটন চাপলেই এটি নিজে নিজেই যাত্রী পরিবহন করতে পারবে।

গাড়িটি দেখতে অনেকটা ভবিষ্যতের ট্রাভেল পডের মত। এতে কোনো স্ট্রিয়ারি হুইল, প্যাডেল কিংবা কন্ট্রোল নেই।

ভক্সওয়াগন জানিয়েছে, তারা ২০২৫ সালের মধ্যে ব্যাটারি চালিত ইলেকট্রিক কার উৎপাদনে যাচ্ছে। এসব গাড়িতে ব্যবহৃত হবে সেলফ ড্রাইভিং ফিচার এবং আর্টিফিশিয়াল ইন্টেলেজেন্সি।

২০১৫ সালে ভক্সওয়াগন কার্বন নিঃসরণ পরিমাপক যন্ত্র নিয়ে প্রতারণার মামলার মুখে পড়ে। এরপর প্রতিষ্ঠান গ্রিন টেকনোলজিতে বিনিয়োগ করতে শুরু করেছে। এখন প্রতিষ্ঠানটির লক্ষ্যই হলো অটোমেটিক-সেমি অটোমেটিক এবং ইলেকট্রিক কার উৎপাদন করার।

(ঢাকাটাইমস/৭মার্চ/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা