বোরহানউদ্দিনে ছয় নৌকা জব্দ, কারেন্ট জাল ধ্বংস

প্রকাশ | ০৮ মার্চ ২০১৭, ১৬:৫৪

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস

ভোলা বোরহানউদ্দিন উপজেলায় চার লাখ টাকার অবৈধ কারেন্টজাল ও ছয়টি মাছ ধরার নৌকা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সকালে উপজেলার মেঘনার তীরে নওয়াব মিয়ার হাট এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আব্দুল কুদ্দুস। অভিযানে ১৫টি নৌকা থেকে প্রায় চার লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। আটক করা হয় ছয়টি নৌকা। পরে জব্দকৃত অবৈধ কারেন্ট জালগুলো মেঘনা নদীর তীরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রুহুল কুদ্দুস ও বোরহানউদ্দিন থানার সহকারী উপপরিদর্শক বিল্পব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আব্দুল: কুদ্দুস ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/০৮মার্চ/প্রতিনিধি/ইএস)