হবিগঞ্জে মাটি ভটার নিয়ে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

প্রকাশ | ০৮ মার্চ ২০১৭, ১৭:৩৩

হবিগঞ্জ (আঞ্চলিক) প্রতিনিধি, ঢাকাটাইমস

হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর গ্রামে বেঙ্গল লিমিটেড কোম্পানির মাটি ভরাট নিয়ে দুই চেয়ারম্যানের লোকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় পাঁচ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও ৩০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ চলে।

পুলিশ জানায়, হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর গ্রামে বেঙ্গল লিমিটেড কোম্পানির জায়গা নিয়ে নিজামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়াল তালুকদার ও বতর্মান চেয়ারম্যান তাজ উদ্দিনের পক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এরই জের ধরে বেলা ১১টার দিকে বর্তমান চেয়ারম্যান তাজ উদ্দিনের লোকজন মাটি ভরাট করতে গেলে সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়াল তালুকদারের লোকজন বাধা দেয়। এতে দরিয়াপুর ও শরিফাবাদ গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় শতাধিক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিনুল হক জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আবার সংর্ঘষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

(ঢাকাটাইমস/৮মার্চ/প্রতিনিধি/এলএ)