গ্রিক দেবীর মূর্তি অপসারণে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের বিক্ষোভ

প্রকাশ | ০৯ মার্চ ২০১৭, ১৩:২৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস

সুপ্রিম কোর্ট চত্বর থেকে গ্রিক দেবীর মূর্তি অপসারণের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শহরের টেংকেরপাড় আব্দুল কুদ্দুস মাখন মুক্ত মঞ্চ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে কাউতলী গোল চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে আশেকে এলাহী ইব্রাহিমী, সাজিদুর রহমান, মোবারক উল্লাহসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, মূর্তি নয়- আল কোরআনই ন্যায় বিচারের প্রতীক। তারা অবিলম্বে সুপ্রিম কোর্ট চত্বর থেকে গ্রিক দেবীর মূর্তি অপসারণের দাবি জানান। অন্যথায়  কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন হেফাজত নেতারা।

মিছিলে হাজার হাজার লোক অংশগ্রহণ করেন। এ সময় কিছু সময়ের জন্য রেলপথ ও সড়কপথে যান চলাচল ব্যাহত হয়।

(ঢাকাটাইমস/৯মার্চ/প্রতিনিধি/এলএ)