নারীর ওপর এসিড নিক্ষেপে গ্রেপ্তার ৩

প্রকাশ | ০৯ মার্চ ২০১৭, ১৫:৫১

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস

চুয়াডাঙ্গার বড়শলুয়া গ্রামে এক নারীর ওপর এসিড নিক্ষেপে এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বড় শলুয়া গ্রামের সেন্টার পাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- বড়শলুয়া গ্রামের সাইফুন নাহার, ওহেদ খান ও আরিফ খান।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) আমির আব্বাস জানান, গত ৩ মার্চ বিকালে বড় শলুয়া গ্রামে পারিবারিক শত্রুতার জের ধরে দুই সতিনের মধ্যে বিবাদ হয়। তারই সূত্র ধরে গ্রেপ্তার তিন জন ওই নারীর মুখে এসিড ঢেলে দেয়। এতে তাকে গুরুতর আহত অবস্তায় সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

এ ঘটনার প্রেক্ষিতে এসিড নিক্ষেপের শিকার ওই নারী বৃহস্পতিবার সকালে তিন জনের নাম উল্লেখ মামলা করেন।

পরে পুলিশ চুয়াডাঙ্গার সদর উপজেলার বড়শলুয়া গ্রামের সেন্টারপাড়া থেকে এজাহারনামীয় তিনজনকে গ্রেপ্তার করে। তাদের আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

(ঢাকাটাইমস/৯মার্চ/প্রতিনিধি/এলএ)