এইচএসসি পরীক্ষার কেন্দ্র পুনর্বহালের দাবিতে সড়ক অবরোধ

প্রকাশ | ০৯ মার্চ ২০১৭, ১৬:৫৪

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস

এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করার প্রতিবাদে সড়ক অবরোধ করেছে ঝিনাইদহের শৈলকুপার গাড়াগঞ্জ মিঞা জিন্নাহ আলম ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা। এসময় তারা পরীক্ষা কেন্দ্র পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের গাড়াগঞ্জ বাস-স্ট্যান্ডে এ কর্মসূচি পালন করে তারা।

শিক্ষার্থীরা জানায়, গাড়াগঞ্জ মিঞা জিন্নাহ আলম ডিগ্রী কলেজ কেন্দ্রের এইচএসসি পরীক্ষার কেন্দ্র ছয় কিলোমিটার দূরে শেখ পাড়া দুঃখী মাহমুদ ডিগ্রী কলেজে স্থানান্তরিত করা হয়েছে। এরই প্রতিবাদে গাড়াগঞ্জ মিঞা জিন্নাহ আলম ডিগ্রী কলেজের এইচএসসি পরিক্ষার্থীসহ ছাত্র-ছাত্রীরা সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের গাড়াগঞ্জ বাস-স্ট্যান্ডে প্রায় ১ ঘণ্টা সড়ক অবোরধ করে রাখে। ফলে সড়কটির উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে যাত্রীরা ও সাধারণ মানুষ দুর্ভোগের স্বীকার হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবোরধকারীদেরকে সড়ক থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

(ঢাকাটাইমস/কেএ/ইএস)