মুক্তি পেল ‘মেয়েটি এখন কোথায় যাবে’

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ মার্চ ২০১৭, ১২:০১

সারা দেশে ‍মুক্তি পেল নতুন ছবি ‘মেয়েটি এখন কোথায় যাবে’। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এই’ চলচ্চিত্রে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক শাহরিয়াজ ও চিত্রনায়িকা জলি। এতে আরোও অভিনয় করেছেন রইসুল ইসলাম আসাদ, মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, কাজী শীলা, শামীমা আক্তার বেবী।

আবহ সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু।

ছবির পরিচালক নাদের চৌধুরী বলেন, ‘আমি যেমন তেমনই একটি গল্প বলার চেষ্টা করেছি। আমি কোন আর্ট দেখানোর চেষ্টা করিনি। ইমদাদুল হকের গল্পের এই সিনেমাটি বাংলাদেশের মাটি ও মানুষের সিনেমা। আশা করি সবারই ভালো লাগবে। সবাই এখানে খুব ভালো অভিনয় করেছেন।’

‘মেয়েটি এখন কোথায় যাবে’ সিনেমার গল্পে দেখা যাবে জলিকে পছন্দ করেন শাহরিয়াজ। কিন্তু জলি সাড়া দেন না। শাহরিয়াজও তার পিছু ছাড়েন না। পাগল প্রেমিকের একটাই কথা, ‘তোমার যেদিন আমাকে ভালোবাসতে ইচ্ছে হবে সেদিন ভলোবেসো।’ একটি সময় সাড়া মিললেও তাদের মধ্যে বাধা হয়ে দাঁড়ায় ধর্ম। ভোলাসহ রাজধানীর বিভিন্ন লোকেশনে এ সিনেমার দৃশ্যায়নের কাজ হয়েছে।

(ঢাকাটাইমস/১০মার্চ/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :