গাইবান্ধায় ক্ষেতমজুর সমিতির মানববন্ধন

প্রকাশ | ১২ মার্চ ২০১৭, ১৮:২৮

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস

অতি দরিদ্রদের জন্য কর্মসূচি প্রকল্পের তালিকায় নাম পুনর্বহালের দাবিতে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির উদ্যোগে রবিবার গাইবান্ধা শহরের ডিবি রোডে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

স্মারকলিপিতে বলা হয়, অতি দরিদ্রদের জন্য কর্মসৃজন প্রকল্পের তালিকায় থাকা জেলার বিভিন্ন ইউনিয়নে নারী শ্রমিকদের নাম ৫ বছরের জন্য অন্তর্ভুক্ত করা হলেও মাত্র দু’বছরের মাথায় এবার শতাধিক নারীর নাম বাতিল করা হয়েছে। এছাড়া বিভিন্ন ইউনিয়নে শত শত পুরুষ শ্রমিককেও বাতিল করা হয়। এ অনিয়মের প্রতিকার চেয়ে গোবিন্দগঞ্জসহ বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রতিকার চেয়ে না পেয়ে রবিবার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেয়া করা হয়।

শহরের ডিবি রোড আসাদুজ্জামান মার্কেটের সামনে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- জেলা ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য হাফিজুর রহমান দুদু, জেলার সাধারণ সম্পাদক ময়নুল কবির মন্ডল, ক্ষেতমজুর নেতা ওয়াহেদুন্নবী মিলন, মশিউর রহামন মইশ্যাল প্রমুখ।

পরে বিক্ষোভ মিছিলসহ জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে সমবেত হয়। সেখানে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি হস্তান্তর করা হয়।

(ঢাকাটাইমস/১২মার্চ/প্রতিনিধি/এলএ)