হাইমচরে ১৯ জেলের কারাদণ্ড

প্রকাশ | ১৩ মার্চ ২০১৭, ১৭:৪৫

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

চাঁদপুরের হাইমচর উপজেলায় মেঘনা নদীতে জাটকা ইলিশ নিধনের অপরাধে ১৯ জেলেকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসানাত মো. মঈনদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন- মুন্সীগঞ্জ জেলার কালিরচর এলাকার মো. মিনার হোসেন, মো. রাশেদ, মনির হোসেন, মজিবুর রহমান, জাহাঙ্গীর হাওলাদার, শরীয়তপুর জেলার ভেদেরগঞ্জ থানার মো. সায়েদ, খালেক গাজী, ছলেমান, সুমন, নবীর হোসেন, মো. কুদ্দুস আলী, জবির হোসেন, মো. মুসা মিজি, হযরত আলী, মানছুর আহম্মেদ, মো. জলিল, আলী নুর ও সাব্বির হোসেন।

পুলিশ জানায়, রবিবার রাত দেড়টায় উপজেলা টাস্কফোর্সের সদস্যরা চরভৈরবীসহ আশপাশের এলাকা থেকে অভিযান চালিয়ে এসব জেলেদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ৩৫ হাজার বর্গমিটার কারেন্টজাল ও ৩০ কেজি জাটকা জব্দ করা হয়।

হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসানাত মো. মঈনউদ্দিন  বলেন, উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্যরা একত্রিত হয়ে রাতে অভিযান চালায়। এ সময় জেলেরা সংঘবদ্ধ হয়ে টাস্কফোর্স সদস্যদের উপর আক্রমণ চালানোর চেষ্টা করেন। তাদের সাজা দেয়ার পর জেলা কারাগারে পাঠনো হয়েছে।

(ঢাকাটাইমস/১৩মার্চ/প্রতিনিধি/এলএ)