রূপগঞ্জে স্ত্রী-শ্যালিকাকে মারধরের অভিযোগ

প্রকাশ | ১৩ মার্চ ২০১৭, ১৯:২৫ | আপডেট: ১৩ মার্চ ২০১৭, ১৯:৩৪

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মজিবর তার স্ত্রী সেলিনা ও শ্যালিকা রানুর উপর নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তারা নির্যাতনের প্রতিবাদ করলে মজিবর তার শ্যালিকাদের বিদেশ পাচার ও শ্বশুর দেলোয়ারকে হত্যা করবে বলে হুমকি-ধামকি দেন।

সোমবার বিকালে উপজেলার হাটাবপূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গৃহবধূ সেলিনার বাবা দেলোয়ার হোসেন জানান, এক বছর আগে ফতুল্লা থানার নিশ্চিন্ত কেয়ামুদ্দিন খালাসির ছেলে মজিবরের সঙ্গে তার সেলিনার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মজিবর তার মেয়ে সেলিনার উপর নির্যাতন চালাত। মজিবরের নির্যাতন সহ্য করতে না পেরে সেলিনা তার বাবার বাড়ি চলে আসে। সোমবার বিকালে মজিবরসহ অজ্ঞাত ৪-৫ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দেলোয়ারের বাড়িতে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করতে শুরু করে। ভাঙচুরে বাধা দিলে মজিবর স্ত্রী সেলিনা ও তার শ্যালিকার উপর নির্যাতন চালিয়ে আহত করে। দেলোয়ারকে হত্যা করে গুম করে ফেলবে বলে হুমকি প্রদান করে।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/১৩মার্চ/প্রতিনিধি/এলএ)