ব্রাহ্মণবাড়িয়ায় ‘বন্দুকযুদ্ধে মামা হুজুর’ নিহত

প্রকাশ | ১৬ মার্চ ২০১৭, ১০:২৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। তার নাম তাজুল ইসলাম আল মাহমুদ, যিনি মামা হুজুর নামে পরিচিত বলে জানিয়েছে পুলিশ।

বুধবার গভীর রাতে উপজেলার চৌমুহনী এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত তাজুলের বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার খাদুল্লাপুর গ্রামে।

বন্দুকযুদ্ধের বিষয়টি নিশ্চিত করেছেন কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন আহম্মেদ। তিনি জানান, গোপন বৈঠকের খবর পেয়ে রাতে চৌমুহনী এলাকায় অভিযান চালায় পুলিশ। তাদের দেখামাত্র তাজুল ইসলাম ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে ককটেলের বিস্ফোরণ ঘটায়। আত্মরক্ষার্থে পুলিশও ১২ রাউন্ড গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলেই তাজুল ইসলাম নিহত হয়। আহত হয় পুলিশের পাঁচ সদস্য। বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

ওসি আরও জানান, গত ১৮ ফেব্রুয়ারি কসবায় এক কবিরাজকে গলা কেটে হত্যার ঘটনায় তাজুল ইসলামের সম্পৃক্ততা ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঢাকাটাইমস/১৬মার্চ/প্রতিনিধি/এমআর