বগুড়ায় পরীক্ষাকেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

প্রকাশ | ১৬ মার্চ ২০১৭, ১৭:০৬

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস

বগুড়ায় পরীক্ষাকেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে শহরের বগুড়ায় মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা এক ঘণ্টার বেশি সময় ধরে এ কর্মসূচি পালন করে। এসময় মালতিনগর এসপি ব্রিজের দুই পশের সড়কে সব ধরনের যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ এবং কলেজ কর্তৃপক্ষের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।

মহিলা কলেজের অধ্যক্ষ মোকাব্বর হোসেন জানান, পরীক্ষা কেন্দ্র যেখানেই হোক পরীক্ষার্থীদের কোন অসুবিধা হওয়ার কথা নয়। তার পরে পরীক্ষার্থীরা কোন কারণে ক্ষুব্ধ হয়ে উঠেছে, তা বুঝে আসে না।

তিনি জানান, তার কলেজের পরীক্ষার্থীরা কেন্দ্র পরিবর্তনের বিষয়টি জানতে পেরে তারা কলেজের সব শ্রেণিকক্ষ তালা বন্ধ করে দিয়ে সড়ক অবরোধ করে।

কলেজ শিক্ষার্থীরা জানায়, আগে আমরা শহরের নারুলীতে বগুড়া কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা দিয়ে আসছিলাম। হঠাৎ করেই সেই কেন্দ্র পরিবর্তন করে সরকারি শাহ সুলতান কলেজ কেন্দ্রে আগামীতে আমাদের পরীক্ষা দিতে বলা হয়েছে। আমরা হঠকারী এ সিদ্ধান্ত মানি না।

এর আগে একই দাবিতে গত মঙ্গলবার সরকারি শাহ সুলতান কলেজের এইচএসসি পরীক্ষার্থীরাও তাদের কলেজের সামনের রাস্তা অবরোধ করেছিল।

(ঢাকাটাইমস/১৬মার্চ/প্রতিনিধি/এলএ)