সুবিধাবঞ্চিতদের বই ও খেলনা দেবে এক্স ক্যাডেটস

প্রকাশ | ১৭ মার্চ ২০১৭, ১২:৫৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

শৈশবের বাঁধ ভাঙা আনন্দ উৎসবে মেতে থাকার সময় যাদের, তারাই প্রতিনিয়তই দলিত হচ্ছে। রুটি রোজগারের চেষ্টায় আনন্দময় সময় হারিয়ে যায়। খেলা কিংবা পড়া তাদের ভাবনাতেই হয়তো আসে। বাস্তবজীবনে কেউ কেউ তাদের অক্ষর জ্ঞানে শিক্ষিত করার উদ্যোগ নিয়েছে বটে। কিন্তু সুবিধাবঞ্চিত শিশুদের মনের খবরটি অগোচরেই থেকে যাচ্ছে।

এই শিশুদেরই  মানসিক বিকাশের জন্য ‘টয়স-আর-ইয়োরস’  নামের একটি সৃজনশীল উদ্যোগ নিয়েছে সাবেক ক্যাডেটদের সংগঠন ‘এক্স ক্যাডেটস ফোরাম’(ইসিএফ)। শৈশবকে  রঙিন করতে খেলনা ও গল্পের বই বিতরণের এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে প্রাক্তন ক্যাডেটরা। এই সংগঠনটি বিভিন্ন প্রতিষ্ঠান কিংবা ব্যক্তিগতপর্যায়ে এ খেলনা ও গল্পের বইগুলো সংগ্রহ করার পর খেলনাগুলো সংস্কার করে বয়স অনুসারে ভাগ করে। পরবর্তীতে শিশুদের নিয়ে কাজ করে এমন প্রতিষ্ঠানগুলোতে বিতরণের জন্য দেয়।

গতকাল ১৬ মার্চ সন্ধ্যায় এক্স ক্যাডেটস ফোরামের উদ্যোগে তৃ0তীয়বারের শুরু করে  ‘টয়স-আর-ইয়োরস ২০১৭’ ক্যাম্পেইন। ক্যাডেট কলেজের ক্লাবে এ অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী আইয়ূব বাচ্চু, নির্মাতা অমিতাভ রেজা,জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীনের সদস্যবৃন্দ,এভারেস্টজয়ী নিশাত মজুমদার, এক্স ক্যাডেটস ফোরামের সদস্য সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

ইসিএফের সামাজিক দায়িত্ব দলের প্রধান ফিদা হক বলেন, ‘আমরা যারা এক্স -ক্যাডেট আছি তারা একটা সামাজিক দায়বদ্ধতা থেকে উদ্যোগটা নিয়েছি। সুবিধাবঞ্চিত শিশুদের খাদ্য, শিক্ষা নিয়ে বেশ কিছু প্রতিষ্ঠান বেশ প্রতিষ্ঠান বেশ প্রশংসনীয় কিছু কাজ করছে,তাদের মানসিক বিকাশের দিকটা কিন্তু আড়ালে থেকে যাচ্ছে। আমাদের এই উদ্যোগ সেজন্যই নেয়া।’

গত বছর তারা ২৪টি স্কুল,তিনটি হাসপাতাল ও আরও তিনটি প্রতিষ্ঠানে খেলনা এবং ১৩ টি স্কুলে বই বিতরণ করে। এ উদ্যোগের মাধ্যমে সারাদেশে  ২০ হাজার ২০০ শিশু উপকৃত হয়েছে। 

এক্স ক্যাডেটস ফোরামের সমন্বয়ক জিয়াদ হোসেন জানিয়েছেন এ বছর অন্তত ত্রিশ হাজার শিশুর মাঝে খেলনা ও গল্পের বই বিতরণ করতে চান।

(ঢাকাটাইমস/১৭ মার্চ/টিএ/এজেড)