যশোরে লিটল ম্যাগাজিন মেলা শুরু

প্রকাশ | ১৭ মার্চ ২০১৭, ১৭:২৪

বেনাপোল (যশোর) প্রতিনিধি, ঢাকাটাইমস

‘আমরা ভাঙি গড়বো বলে’ এই স্লোগানে শুক্রবার থেকে যশোরে শুরু হয়েছে দুই দিনব্যাপী পঞ্চম জাতীয় লিটল ম্যাগাজিন মেলা। দুই দিনব্যাপী এ মেলায় এবারই প্রথম ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার ৫টিসহ মোট ৭৫টি পত্রিকা অংশ নিয়েছে। স্টল দেয়া হয়েছে ৫৯টি।

দুপুর ১২টায় যশোর প্রাচ্যসংঘ প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন জাতীয় লিটল ম্যাগাজিন মেলা উদযাপন পর্ষদের আহবায়ক অনিকেত শামীম।

উদ্বোধনী অনুষ্ঠানে মেলা উদযাপন পর্ষদের সদস্য সচিব বেনজীন খানসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা কবি ও সাহিত্যিকরা বক্তব্য রাখেন।

এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে লিটল ম্যাগাজিনের সাথে জড়িত কবি সাহিত্যিকরা অংশ নেন।

আয়োজকরা জানিয়েছেন, দীর্ঘ বিরতির পর দ্বিতীয়বারের মত জেলা শহরে এ মেলার বেশ সাড়া পেয়েছেন। এ মেলা কবিতা ও সাহিত্য চর্চা ও লেখক তৈরিতে অবদান রাখবে বলে আয়োজকরা মনে করেন।

(ঢাকাটাইমস/১৭মার্চ/প্রতিনিধি/এলএ)