উন্নয়নে বাধা হতে পারবে না কোনো গোষ্ঠীই: এলজিআরডি মন্ত্রী

প্রকাশ | ১৭ মার্চ ২০১৭, ২০:৩৯ | আপডেট: ১৭ মার্চ ২০১৭, ২১:১০

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর আলোচনা সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বর্তমান সরকার বঙ্গবন্ধুর সোনার বাংলার গড়ার লক্ষ্যে যে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে তা কোনো গোষ্ঠীই থামিয়ে রাখতে পারবে না । তিনি বলেন, আওয়ামী লীগ সরকার প্রধান এই দেশকে একটি সোনার বাংলায় রুপান্তরের দাড়প্রান্তে নিয়ে এসেছেন। আমরা দেশবাসী সবাই মিলে তাকে সহযোগিতা করলে দ্রুত সময়ের মধ্যে সেই লক্ষ্যে এই দেশ পৌঁছতে পারবে।

ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় কবি জসীমউউদীন হলে আয়োজিত আলোচনা সভায় মন্ত্রী আরও বলেন, ‘আজ এমন এক নেতার জন্ম হয়েছিল যার হাত ধরে বাংলাদেশের জন্ম হয়েছে। এই কারণেই আজকের দিনটি বাঙালি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদার।’

ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে এলজিআরডি মন্ত্রী আরও বলেন, ‘আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে কোনো দুষ্ট চক্র পেছন থেকে আঘাত করতে না পারে।’ জামায়াত- বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে তাদের ভাল লাগার কথা নয়, এই কারণেই আওয়ামী লীগের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে ।’

সভায় আরও বক্তব্য রাখেন- পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মোশাররফ আলী প্রমুখ ।

(ঢাকাটাইমস/১৭মার্চ/প্রতিনিধি/জেডএ)