ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর বাস খাদে, শিশুসহ নিহত ৫

প্রকাশ | ১৯ মার্চ ২০১৭, ০৮:৩১ | আপডেট: ১৯ মার্চ ২০১৭, ১১:৫১

গাইবান্ধা (আঞ্চলিক), ঢাকাটাইমস

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর একটি যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে শিশুসহ অন্তত পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ৪১ মাইল জুম্মারঘর নামক এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে|

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল বাশার বিষয়টি নিশ্চিত করে ঢাকাটাইমসকে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা শাকিল পরিবহরন  নামে একটি নৈশ্যকোচ সৈয়দপুর যাচ্ছিল। কোচটি উপজেলার জুম্মারঘর নামক এলাকায় পৌঁছলে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ য়। এসময় কোচটি উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে এক শিশু, এক নারীসহ চারজন ও হাসপাতালে একজনের মৃত্যু হয়। আহত হন অন্তত  ১২ জন নারী-পুরুষ।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর খবর পেয়ে হাইওয়ে টহল পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে| নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে বলে জানান ওসি|

(ঢাকাটাইমস/১৯মার্চ/প্রতিনিধি/জেডএ)